নারায়ণগঞ্জে মাদক কেনাবেচা দেখে ফেলায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও রামদা দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায়। আহত নাহিদুর রহমান পারভেজ ১৩ নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। তার কনফেকশনারি ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বুইট্টা মাসুদ, গিইট্টু রিপন এবং জাহিদ এই তিনজন মাসদাইর রোকেয়া স্কুলের সামনে নিয়মিত মাদক কারবার করতো। দুপুরে মাদক বিক্রির সময় তাদের দেখ ফেলে পারভেজ। এতে ক্ষিপ্ত হয়ে তারা পারভেজকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার শরীরে লাগেনি। পরে তারা পারভেজকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। আহত পারভেজ বলেন, ‘বুইট্টা মাসুদ অস্ত্র বের করে তাকে গুলি করে। এ সময় পেছন থেকে দৌড়ে এসে রিপন রামদা দিয়ে তার হাতে কোপ দেয়। পরে জাহিদ এসে লোহা দিয়ে তার মাথায় আঘাত করে।’ পারভেজের বাবা ফিরোজ মাস্টার জানান, ‘গুরুতর আহত ছেলেকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত ঢামেকে স্থানান্তরের পরামর্শ দেন। তার মাথা ও হাতে জখমের চিকিৎসা চলছে।’
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘আসামি জাহিদ আগেও পুলিশের ওপর হামলা-মামলার আসামি। সব কিছু যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’