টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক নারী। তারা পাঁচ বছর আগে সৌদি আরবে বিয়ে করেন বলে দাবি ওই নারীর। শনিবার সকাল থেকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল মিয়ার বাড়িতে অবস্থান নেন ওই নারী।
জানা যায়, ওই তরুণীর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। তিনি রাসেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন সৌদি আরবে এক সঙ্গে কাজ করতেন। সেখানেই ৫ বছর আগে বিয়ে করেন তারা। সম্প্রতি রাসেল ছুটির কথা বলে দেশে আসেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন রাসেল মিয়া। পরে কোনো উপায় না পেয়ে বাংলাদেশে আসেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা পেতে রাসেল মিয়ার বাড়িতে অনশন করেন তিনি। এ সময় রাসেল মিয়ার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।