নীলফামারী, কক্সবাজার ও ঝিনাইদহে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- নীলফামারী : গতকাল নীলফামারী সরকারি কলেজের পুকুরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার জহুরুল ইসলাম মাসুদের মেয়ে তানহা আক্তার (৫) ও একই এলাকার মতিউর রহমানের মেয়ে সাবরিন আক্তার। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ। কুতুবদিয়া (কক্সবাজার) : উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ায় গতকাল পুকুরের পানিতে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে। মৃত শিশুরা হলো- কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ইলিয়াসের ছেলে আব্দুল্লাহ (১) এবং কবির আহমেদের মেয়ে জোছনা বেগম (৮)। বিষয়টি নিশ্চিত করে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম।
ঝিনাইদহ : শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে কুমার নদের পানিতে ডুবে আবরাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঝাউদিয়া গ্রামের মুরগি ব্যবসায়ী আজাদ মৃধার ছেলে। গতকাল সকালে কুমার নদে কচুরিপানার ফুল তুলতে গিয়ে সে ডুবে যায় বলে নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন।