দাপুটে ফুটবল আর একের পর এক রেকর্ড। এবারও ইউরোপিয়ান বাছাইপর্বে নিজেদের আধিপত্য দেখাল স্পেন। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
এ ম্যাচে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মিকেল ওইয়ারসাবাল ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে রঙিন করেছেন মাইলফলকের ম্যাচটি। দলের বাকি দুই গোল করেছেন মার্তিন সুবিমেন্দি ও ফেররান তোরেস।
প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচে অপরাজিত থেকে নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে স্পেন। ভিসেন্তে দেল বস্কের সময় ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গড়া আগের রেকর্ড ছিল ২৯ ম্যাচ।
ইউরোপীয় বাছাইয়ের ‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্প্যানিশরা। ১৯ গোল করলেও এখনো পর্যন্ত গোল হজমের সংখ্যা শূন্য লুইস দে লা ফুয়েন্টের রক্ষণভাগে এটি বড় প্রাপ্তি।
একই সময়ে তুরস্ক বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিনে জর্জিয়া (৩ পয়েন্ট), আর বুলগেরিয়া এখনো পয়েন্টের খাতা খোলেনি।
শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় বা ড্র, এমনকি সাত গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপসেরার আসন নিশ্চিত হবে স্পেনের। প্রথম লেগে তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
গ্রুপ রানার্সআপকে প্লে-অফে লড়তে হবে।
১১তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন ওইয়ারসাবাল। বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েছিল স্পেন।
২২তম মিনিটে আসে দ্বিতীয় গোল, ফাবিয়ান রুইসের থ্রু-বল ধরে বক্সে ঢুকে মার্তিন সুবিমেন্দি সহজ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান।
৩৪তম মিনিটে ফেররান তোরেস গোল করে স্কোরলাইন ৩-০ করেন। ওইয়ারসাবালের পাসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার এই উইঙ্গার।
প্রথমার্ধের যোগ করা সময়ে ওইয়ারসাবালের শক্তিশালী শট দারুণ সেভে ঠেকিয়ে দেন জর্জিয়া গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি।
৬৩তম মিনিটে তোরেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ওইয়ারসাবাল। শেষদিকে উভয় দলই গোলের কাছাকাছি গেলেও আর জালের দেখা পায়নি কেউ।
বিডি প্রতিদিন/মুসা