বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, ‘একটি গোষ্ঠী সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে তিনি সজাগ থাকার আহ্বান জানান।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ জেগে উঠেছে। দেশ যাদের হাতে নিরাপদ মানুষ তাদেরই ভোট দেবে। দেশের বঞ্চিত লোকজন ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।’ গতকাল রাতে শিবালয় উপজেলার বরংগাইল বাজারে বিএনপির ৩১ দফা প্রচার ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, মানিকুজ্জামান মানিক, হাবিবুল্লাহ নোমানী, রাইজুদ্দিন মোল্লা প্রমুখ।