রেসলিং দুনিয়ায় কিংবদন্তি এক নাম জন সিনা। গত বছরের জুলাই মাসে টরন্টোর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় ডব্লিউডব্লিউই এর মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে ৪৭ বছর বয়সী এই রেসলার জানান ২০২৫ সাল হতে যাচ্ছে তার রেসলিং ক্যারিয়ারের শেষ বছর।
এবার জানালেন নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামী সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে তার বিদায়ী ম্যাচ।
২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারকে স্মরণ করে সামাজিক মাধ্যমে (এক্সে) এক বার্তায় সিনা বলেন, ‘এই সময়ে আমি ৫৪৪টি ম্যাচ খেলেছি, যা ডব্লিউডব্লিউই ইতিহাসে সর্বোচ্চ। আমার সবচেয়ে প্রিয় ম্যাচ… সেটাই যা সামনে আসছে। আর সেটাই হবে শেষ ম্যাচ।’
১৬ বারের চ্যাম্পিয়নের প্রতিপক্ষ কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ এখনও জানায়নি শেষবার কার বিপক্ষে রিংয়ে নামবেন সিনা।
বিডি প্রতিদিন/নাজিম