গাইবান্ধার সাদুল্লাপুরে বিষধর সাপের কামড়ে এনামুল হক (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইদিলপুর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান সরকার। এনামুল উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার হাবিজার রহমানের ছেলে। তিনি উপজেলার ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর এনামুল মাছ ধরার উপকরণ নিয়ে বাড়ির পাশে ধান খেতে যান। সেখানে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়।
বিষয়টি এনামুল পরিবারের কাউকে না জানিয়ে চেপে রাখেন। পরে রাত ১০টার দিকে বিষধর সাপ কামড় দিতে পারে এমন সন্দেহ হলে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পথে ভোররাতে তার মৃত্যু হয়।