নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকা একটি কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মন্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলামসহ অনেকে। বিভিন্ন স্লোগানে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকেরা।
শ্রমিকরা বলেন, ‘কারখানাটি শুধু কর্মস্থল নয়; এটি আমাদের জীবিকার, আমাদের পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের ও পরিবারের স্বার্থে উসকানিতে পা না দেয়ায় আহ্বান জানান তারা। আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে।’
বিডি-প্রতিদিন/জামশেদ