কক্সবাজারের টেকনাফে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ হোসেন নামে এক কারবারি আটক হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন এবং র্যাব-১৫ এর যৌথ টহল দল গতকাল ভোরে এ অভিযান চালায়। আটক হোসেন টেকনাফ উত্তর লম্বরি এলাকার নুর আহমদের ছেলে। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।