বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্পে নতুন অধ্যায়ের সূচনা করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড। বিশ্বের দ্রুত অগ্রসরমান চীনা ইলেকট্রনিকস জায়ান্ট ‘অক্স’র সঙ্গে যৌথ উদ্যোগে এসি উৎপাদন শুরু করেছে ভিসতা। এর মাধ্যমে দেশে উৎপাদিত অক্স ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার এখন থেকে শুধু স্থানীয় বাজারেই নয়, রপ্তানির মাধ্যমে পৌঁছাবে আন্তর্জাতিক বাজারেও। গত বছর চীনের নিংবো শহরে অক্সের সদর দপ্তরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। ভিসতার পক্ষ থেকে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুল আলম এবং অক্সের পক্ষ থেকে সই করেন এশিয়ান অঞ্চলের পরিচালক জি ঝু লিঙ। চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান। অক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার লনি ওয়াঙ, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াঙ, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েঙ প্রমুখ। দেশীয় শিল্পে বড় বিনিয়োগ, রপ্তানির নতুন সম্ভাবনা চুক্তির আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় ‘অক্স’ ব্র্যান্ডের এসি উৎপাদন হচ্ছে। এতে দেশের কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্প বিশ্বব্যাপী প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ভিসতার চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘বাংলাদেশে উচ্চমানের এসি পঞ্চম জেনারেশনের চিপসের প্রিমিয়াম ইনভার্টার এয়ার কন্ডিশনার উৎপাদনের সক্ষমতা আমরা আরও বাড়াতে চাই। অক্সের সঙ্গে যৌথ উদ্যোগ আমাদের সেই পথ অনেকটাই সহজ করে দিয়েছে। এখন থেকে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ দিয়ে বিশ্ববাজারে এসি রপ্তানি করা আমাদের বড় লক্ষ্য।’
অন্যদিকে অক্সের পরিচালক জি ঝু লিঙ বলেন, ‘বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল একটি বাজার। ভিসতার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা শুধু উৎপাদনই নয়, গবেষণা ও প্রযুক্তিগত বিনিয়োগও বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।’
ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, ‘অক্সের প্রযুক্তি ও সমন্বিত উৎপাদন ব্যবস্থা আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশে আমরা একই মান বজায় রেখে এসি উৎপাদন করব।’ শিল্প বিশ্লেষক ড. কাজী ইমরান বলেন, ‘যৌথ উদ্যোগে উৎপাদন বাংলাদেশের ইলেকট্রনিকস খাতকে বিশ্ববাজারের সঙ্গে সরাসরি যুক্ত করবে। ভিসতার এ পদক্ষেপ শিল্পে প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।’ ‘অক্স’ এসির যৌথ উৎপাদন শুরু হলে ভিসতা বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।