দোহায় শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল নিশ্চিত হারের মুখ থেকে ফাইনালকে সুপার ওভারে টেনে নিয়ে গেল।
কাতারের দোহায় পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে বাংলাদেশ ‘এ’ দলকে জয়ের জন্য ১২৬ রান তাড়া করতে হয়েছিল। ব্যাটিং বিপর্যয়ের কারণে শুরুতে উইকেট দ্রুত হারানোয় পাকিস্তানের জয়ই তখন সম্ভব বলে মনে হচ্ছিল।
ম্যাচের ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হন আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। দুজনে মিলে হাঁকান তিনটি বিশাল ছক্কা এবং ওই ওভারে আদায় করেন ২০ রান।
শেষ ওভারতে বাংলাদেশের জয়ের জন্য লাগতো ৭। প্রথম দুই বলে ৩ রান নিয়ে সাকলাইনকে স্ট্রাইকে দেন রিপন। চতুর্থ বলে আসে ১ রান। শেষ দুই বলে প্রয়োজন ছিল ৩ রান, যা দুজনে মিলিয়ে পূরণ করে ম্যাচকে সুপার ওভারে টেনে আনে।
শেষ ইনিংসে সাকলাইন ১৬ এবং রিপন ১১ রানে অপরাজিত ছিলেন। শিরোপার ফয়সালা এখন সুপার ওভারে।
বিডি-প্রতিদিন/আশফাক