ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফরাসি উপকূল থেকে যুক্তরাজ্যে পৌঁছাতে প্রায় প্রতিদিনই ছোট নৌকায় বিপজ্জনক যাত্রা করছেন বহু অনিয়মিত অভিবাসী। এই যাত্রা ঠেকাতে পানিতে বিশেষ জাল ফেলে নৌকার মোটর ‘নিষ্ক্রিয়’ করার একটি নতুন পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করতে পারেন ফরাসি কর্তৃপক্ষ। এ দাবি করেছে ফরাসি দৈনিক লো মোন্দ ও অনুসন্ধানী গণমাধ্যম লাইটহাউস রিপোর্টস। তবে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিবাসীবাহী ‘স্মল বোট’ আটকাতে পানিতে এমন জাল ফেলবে, যা নৌকার মোটর বন্ধ করে দিতে পারে। এতে নৌকাগুলো গতি হারিয়ে থেমে যাবে। লো মোন্দকে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা বলেন, এই পদ্ধতি প্রয়োগ করা অত্যন্ত কঠিন হবে। কারণ, জাল ফেলতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঝুঁকি রয়েছে। মাদকবাহী দ্রুতগতির নৌকা ঠেকাতে আগেই এই কৌশল ব্যবহার করা হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, মাদকবাহী দ্রুতগতির নৌকা থামাতে ব্যবহৃত কৌশল অভিবাসীদের বহনকারী অতিরিক্ত ভিড় ও নড়বড়ে রাবারের নৌকার ক্ষেত্রে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, এই কৌশল মৃত্যু ডেকে আনতে পারে। এটি সীমান্ত নিয়ন্ত্রণ নয়; বরং মানুষের জীবনের মৌলিক অধিকার লঙ্ঘন। মাঠে কাজ করা সংস্থাগুলোও তীব্র সমালোচনা করেছে। ইতুপিয়া ৫৬ জানায়, ফ্রান্স চ্যানেল পাড়ি ঠেকাতে একের পর এক নতুন পদ্ধতি চালু করছে, যা মানুষের জীবনকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। চ্যানেলে নৌকা ছাড়াকে ঘিরে এখন প্রায়ই বিশৃঙ্খলা তৈরি হয়। অভিবাসীরা আটক এড়াতে তাড়াহুড়ো করে নৌকায় উঠতে গিয়ে পড়ে যান, পানিতে তলিয়ে যান, কিংবা অনেকেই সাঁতার জানেন না। যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।