বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (পিইউবি) প্রথমবারের মতো ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ক্যাম্পাস মাঠে এ আয়োজনের উদ্বোধন করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল, ড. মো. রফিকুল আহসানসহ এফসিএমএ ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র্যালি বের হয়। বিকালে কনসার্ট পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব দেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।