দেশে দুই দিনে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে করে দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন গবেষকরা। এ অবস্থায় আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সরকারকে সতর্ক করে একটি পরামর্শ দিয়েছেন।
তিনি দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ বন্ধ রাখতে বলেছেন।
শনিবার দিবাগত রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেন- ‘জরুরি ভূমিকম্প সতর্কতা: বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি’। ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার ওপরে অবস্থিত ভূচুত্যিটি খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে।
তিনি লিখেছেন, এই সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ভূচুত্যিটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ সিলেট, ময়মনিসংহ, ও চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে সেই ড্রিলিং কাজও ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। একই সাথে নরসিংদী জেলায় সকল প্রকার ড্রিলিং কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ