গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক শাখায় প্রতারণার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি রংপুর সদরের রাধাবল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলেও জানিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, রফিকুল প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন ব্যাংকে তার বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।