ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশটির এক শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা এই দাবি করে।
স্থানীয় সংবাদমাধ্যম আইএসএনএকে দেওয়া এক বিবৃতিতে গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব বলেন, শত্রুরা কখনো হত্যাচেষ্টার মাধ্যমে, কখনো সরাসরি আক্রমণের হুমকি দিয়ে নেতাকে হত্যা করতে চায়।
তিনি আরও বলেন, যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, সচেতন বা অচেতনভাবে তারা শত্রুর পক্ষে কাজ করছে। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের পর এই ধরনের মন্তব্য বিরল বলে জানিয়েছে পর্যবেক্ষকরা।
গত জুনের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালায়। জবাবে ইরান পাঁচ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজারের বেশি ড্রোন ছোঁড়ে ইসরায়েলে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/নাজমুল