চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে গেছে আড়াই হাজার ব্রয়লার মুরগি। গতকাল উপজেলার দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলাউদ্দিন পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, আগুনের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতেও দেরি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।