টেস্ট সিরিজ শেষ। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচ টি-২০ সিরিজ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে যথাক্রমে- ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। ২০ ওভারের ফরম্যাটের সিরিজের জন্য বিসিবি গতকাল স্কোয়াড ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী। আবুধাবিতে তাসকিন এখন খেলছেন টি-১০ টুর্নামেন্ট। সেজন্য ডানহাতি পেসারকে স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজমেন্ট। শামীম বাদ পড়েন পারফরম্যান্সের জন্য। প্রথমবারের মতো টি-২০ দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মাহিদুল ইসলাম বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে কাতারে এশিয়ান স্টার্স কাপে খেলেছেন। তবে পারফরম্যান্স ভালো নয়। ফাইনালের আগে পর্যন্ত রান করেছেন ২৭*, ৮ ও ১।
বাংলাদেশ টি-২০ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।