বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই সব ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের ভবন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ডরমেটরি ভবনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখা এবং পরীক্ষা বিভাগের দাপ্তরিক কার্যক্রম অবিলম্বে নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি বারবার ভূমিকম্প অনুভূত হওয়া ও যে কোনো মুহূর্তে বড় ধরনের কম্পনের আশঙ্কায় বাউবিতে ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভা শেষে উপাচার্য ও কমিটির সদস্যরা ক্যাম্পাসের পুরাতন ডরমেটরি ভবনগুলো এবং শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন (সি-২) সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে ভবনগুলোর নাজুক অবস্থা এবং সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সম্ভাব্য জীবনঝুঁকি চিহ্নিত হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।