মহাকাশে উৎক্ষেপণের ব্যস্ততম বছর পার করছে স্পেসএক্স। শনিবার ভোরে প্রতিষ্ঠানটি তাদের ২০২৫ সালের ১৫০তম ফ্যালকন–৯ রকেট সফলভাবে মহাকাশে পাঠায়। একই দিনে আরেকটি মিশন সম্পন্ন করে তারা—যা স্পেসএক্সের অভূতপূর্ব উৎক্ষেপণ গতিকে আরও স্পষ্ট করে দিল।
স্থানীয় সময় শনিবার ভোর ২টা ৫৩ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন–৯ রকেটটি উড়াল দেয়। এই রকেটে ছিল স্টারলিংকের ২৯টি স্যাটেলাইট, যেগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে (পৃথিবীর খুব কাছের কক্ষপথ) স্থাপন করা হয়। উৎক্ষেপণের পর স্পেসএক্স জানায়, ‘২০২৫ সালের ১৫০তম ফ্যালকন–৯ মিশন সম্পন্ন হয়েছে’—যা কোম্পানির ইতিহাসে এক নতুন রেকর্ড।
এতেই থেমে থাকেনি স্পেসএক্স। কয়েক ঘণ্টা পর রোববার রাত ১২টা ৪৮ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে আরও ২৮টি স্টারলিংক স্যাটেলাইট পাঠানো হয়। এটি ছিল বছরের ১১০তম স্টারলিংক–উৎক্ষেপণ।
এক বছরে শুধু ফ্যালকন–৯–এর ১৫০টি নয়, স্টারশিপেরও ৫টি পরীক্ষামূলক উড়ান মিলিয়ে মোট ১৫৫টি মিশন সম্পন্ন করেছে স্পেসএক্স। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, এটি এখন পর্যন্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সবচেয়ে দ্রুত উৎক্ষেপণ–সাফল্য।
স্টারলিংক নেটওয়ার্ক বিস্তারের অংশ হিসেবে বর্তমানে ৯ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। দ্রুতগতির এই স্যাটেলাইট–ইন্টারনেট কার্যক্রম আরও শক্তিশালী করতে ২০২৬ সালের মাঝামাঝি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বৃহৎ স্টারশিপ রকেটের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে স্পেসএক্স।
বিডিপ্রতিদিন/কবিরুল