নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। গতকাল ইপিজেডের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা ইপিজেডের নির্বাহী পরিচালক বরাবর স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তৃতা করেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল, রোবেয়া বেগম প্রমুখ। অন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও স্লোগানে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।