মধ্যপ্রাচ্যের আকাশে প্রথমবারের মতো রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার সু-৫৭ ফেলন উড়ল। দুবাই এয়ারশো ২০২৫-এ রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন নিশ্চিত করেছে, সু-৫৭ই মডেলের নিয়ন্ত্রণে ছিলেন দেশটির বিখ্যাত টেস্ট পাইলট ও হিরো অফ রাশিয়া খেতাবপ্রাপ্ত সের্গেই বগদান।
দুবাই এয়ারশোতে সু-৫৭-এর তৃতীয় উপস্থিতি হলেও এই প্রথমবার দর্শকদের সামনে পূর্ণাঙ্গ ফ্লাইট প্রদর্শনী দেখানো হয়। এসময় বিমানটির সুপার-ম্যানুভারেবিলিটি, চরম কোণে আক্রমণ ভঙ্গি এবং প্রায় শূন্য গতিতেও নিয়ন্ত্রণ ধরে রাখার সক্ষমতা প্রদর্শন করা হয়।
ফ্লাইটের এক পর্যায়ে প্রথমবারের মতো সু-৫৭ই-এর ইন্টারনাল ওয়েপনস বে খোলা হয়। যেখানে দেখানো হয় খ-৫৮ অ্যান্টি-রেডিয়েশন মিসাইল এবং আর-৭৪এম২ এয়ার-টু-এয়ার মিসাইলের মকআপ। এছাড়া মডেলটিতে ছিল নতুন ২ডি থ্রাস্ট-ভেক্টরিং ফ্ল্যাট নোজল।
উড়ান শেষে সাংবাদিকদের বগদান বলেন, আমাদের অ্যারোবেটিকস পুরোপুরি সুপার-ম্যানুভারেবিলিটি প্রদর্শনের জন্য সাজানো। দুইটি থ্রাস্ট-ভেক্টরিং ইঞ্জিনের কারণে সু-৫৭ অত্যন্ত কম গতিতেও পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। আধুনিক আকাশযুদ্ধে এটি বড় সুবিধা।
তিনি আরও বলেন, আধুনিক বিমানের তুলনায় সু-৫৭-এর স্থিতিশীলতা পাইলটকে মিশনে বেশি মনোযোগ দিতে সহায়তা করে। অন্য ফাইটার বা বোমারু বিমানে পাইলটকে বারবার প্যারামিটার চেক করতে হয়। সু-৫৭ সেই চিন্তা দূর করতে পেরেছে।
যদিও চীনের এয়ারশোতে সু-৫৭ আগেও সমালোচনার মুখে পড়েছিল, তারপরও রাশিয়া থেমে নেই। এবার দুবাইতে অংশগ্রহণের লক্ষ্য মধ্যপ্রাচ্যের বাজারে বিমানটির প্রতি আগ্রহ তৈরি করা।
এখন পর্যন্ত আলজেরিয়া একমাত্র দেশ, যারা সু-৫৭ ক্রয়ের চুক্তি করেছে। ভারতসহ আরও কয়েকটি দেশের প্রতি রাশিয়া আগ্রহী হলেও এখনো নতুন কোনো অর্ডার নিশ্চিত নয়।
বিডি প্রতিদিন/নাজমুল