নাইক্ষ্যংছড়ির ঘুমধুম মংজয়পাড়া সীমান্তের পাহাড় থেকে চার মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও এক সেনা সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে বাংলাদেশের ভূখন্ড থেকে তাদের আটক করে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা। গতকাল বিকালে সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।