বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে এসে তিন বান্ধবী শ্লীলতাহানির শিকার হয়েছেন এবং তাদের মধ্যে একজনকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যায় রাজপাট গ্রামের এই ঘটনায় একদিন পর রবিবার সকালে একজন বান্ধবী বাদী হয়ে মোল্লাহাট থানায় চার যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে এক তরুণী তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামের ফুফুর বাড়ীতে বেড়াতে আসেন। কিছুক্ষণ পর তারা গ্রামের রাস্তায় হাঁটতে বের হলে সন্ধ্যা ৬টার দিকে নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উপস্থিত চার যুবক তাদের কুপ্রস্তাব দেন।
তাদের প্রত্যাখ্যানের পর চার যুবক জোরপূর্বক শ্লীলতাহানি চালাতে থাকেন। এক বান্ধবী পালাতে সক্ষম হলেও বাকি দুইজনকে মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে মৎস্য ঘেরে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে ধর্ষণ করা হয় এবং অপরজনকে ঘেরের পাড়ে আবারও শ্লীলতাহানি করা হয়। পালিয়ে যাওয়া বান্ধবীর চিৎকারে স্থানীয়রা রাত সাড়ে ৮টার দিকে দুই তরুণীকে উদ্ধার করেন। অভিযুক্ত চার যুবক তখন পালিয়ে যান।
রবিবার সকালে মামলা দায়ের করা হলে পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক