বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট বাজারে অগ্নিকাণ্ডে জামায়াতের অস্থায়ী অফিসসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাজারের খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে টিন ও কাঠের তৈরি ইউনিয়ন জামায়াতের একটি অস্থায়ী অফিসসহ বেশ কিছু দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।