বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে ধর্ষণে সহায়তার অভিযোগে আইয়ুব আলী মৃধা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার বড় বাশাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইয়ুব আলী ওই গ্রামের শাহীন মৃধার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী আবদুল্লাহ সরদার ও আইয়ুব আলীসহ তিন যুবক। শুক্রবার গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আবদুল্লাহ। তাকে সহযোগিতা করে অন্য দুজন।
গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে গৃহবধূ ওই তিনজনকে আসামি করে মামলা করেন। এরপর আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।