বগুড়ায় আমন ও রবিশস্য উৎপাদন মৌসুমে তীব্র হয়েছে সারসংকট। কৃষকের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ-অসন্তোষ। তাদের অভিযোগ, বিভিন্ন স্থানে ঘুরে যতটুকু সার তারা পান তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। একদিকে ডিলারের কাছে সার মিলছে না, অন্যদিকে খোলা বাজারে কিনতে হচ্ছে চড়া দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিএডিসি ও বিসিআইসি দুটি প্রতিষ্ঠানে সারের চাহিদা দেওয়া হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৯৩ হাজার ৯৩৪ মেট্রিক টন, টিএসপি ২৫ হাজার ৮৭, ডিএপি ৪৫ হাজার ৮৪৬ ও এমওপি ৩৬ হাজার ৪১৮ মেট্রিক টন। গত সেপ্টেম্বর মাসেই ইউরিয়ার চাহিদা ছিল ৭ হাজার ৮৯৩ মেট্রিক টন, টিএসপি ১ হাজার ৪০০, ডিএপি ২ হাজার ৫৩ ও এমওপি ২ হাজার ৬৭৪ মেট্রিক টন। বর্তমানে মজুত আছে ৪ হাজার ৩৫৮ মেট্রিক টন সার। এ সার সরকার ডিলারদের মাধ্যমে কৃষকদের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করছে। কৃষি বিভাগ থেকে মাঠপর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চলছে। সারের কোনো সংকট নেই। জানা যায়, চলতি আমন মৌসুমের শুরুতে জেলাজুড়ে ডিএপি সারের সংকট থাকলেও এখন ইউরিয়া মিলছে না চাহিদামতো। কিছু উপজেলায় শীতকালীন আগাম সবজি চাষ শুরু হওয়ায় সারের চাহিদা বেড়েছে। সার সংকট নিয়ে কৃষকদের মধ্যে বিরাজ করছে হতাশা। চাষিদের অভিযোগ, কিছু ব্যবসায়ী কৃষকদের সার না দিয়ে মুনাফার লোভে খুচরা বিক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। দিনের পর দিন ডিলার পয়েন্টে সারের জন্য ধরনা দিতে হচ্ছে। মাঝেমধ্যে কিছু সার মিললেও তা চাহিদার বিপরীতে একেবারেই কম। সারের অভাবে দুর্বল হচ্ছে রোপা আমন, বাধাগ্রস্ত হচ্ছে আগাম শীতকালীন সবজি চাষ। কৃষকরা জানান, সরকার ইউরিয়া ও টিএসপি প্রতি কেজি ২৭, এমওপি ২০ এবং ডিএপি ২১ টাকা নির্ধারণ করে দিয়েছে। এই মূল্য শুধুই কাগজে-কলমে। বাজারের চিত্র ভিন্ন। খুচরা বিক্রেতারা সার সংকট দেখিয়ে সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করছেন। বগুড়া বাফার (বিসিআইসি) ইনচার্জ মোস্তফা কামাল জানান, জেলায় গত সেপ্টেম্বরে ৭ হাজার ৮৯৩ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে। ডিলার রয়েছেন ১৬৩ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদা অনুযায়ী ডিলারদের কাছে সার সরবরাহ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার বরাদ্দ কম। কৃষকরা জানান, পর্যাপ্ত সার কোথাও পাচ্ছেন না তারা। সামান্য কিছু ইউরিয়া সার অনেক কষ্ট করে সংগ্রহ করতে হয়। সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও খোলা বাজারে বেশি দামে এ সার কিনতে হচ্ছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) বগুড়া ইউনিট সভাপতি মোরশেদ মিল্টন জানান, দেশের সর্বত্র চাহিদার তুলনায় সার কম বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। জেলায় সার সংকট হলে বিএফএ দায়ী থাকবে না। কারণ আমরা যথাযথ বরাদ্দ পাইনি।
শিরোনাম
- বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
- উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী
- ডিসি লেকে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে শিশুদের প্রতিবাদী চিত্রাঙ্কন
- বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
- তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
- বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
- বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি স্থান পেল কুয়েতের গ্র্যান্ড মসজিদে
- ইতিহাস গড়ল বিটকয়েন
- মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১
- তফসিলের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
বগুড়ায় সারসংকট
দিশাহারা কৃষক, আমন ও রবিশস্য আবাদ ব্যাহতের শঙ্কা
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর