চারদিকে অথই জলরাশি, আর শুধু ধু-ধু বালু। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এক অনন্য ভুবন ‘চর বিজয়’। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে গতকাল ওই চরে ২ হাজার গাছের চারা রোপণ করা হয়। এ সময় জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির মাঈনুল ইসলাম মান্নান, আবদুল কাদির, আলাউদ্দিন মুসল্লি প্রমুখ। রোপণ করা চারার মধ্যে ছিল তাল, বট, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ।