বগুড়ায় বৃদ্ধের এবং ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : বগুড়া রেলস্টেশন এলাকা থেকে দুলু সরকার (৬০) নামে এক বৃদ্ধের লাশ গতকাল ভোরে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। দুলু বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার আজহার আলীর ছেলে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে সুহেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশে ড্রেন থেকে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের মালাই মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার থেকে সোহেল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজলিয়া গ্রামে একজনের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানান।