গাজীপুরে বনের ভিতরের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজি শামসুল হকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শামসুল হকের ছেলে আরিফ হোসেন বলেন, কয়েক বছর ধরে পুকুরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই আমরা নিয়মিত সেখানে যাই না। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার বলেন, লাশটির বয়স আনুমানিক ৪০ বছর। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে।