গাইবান্ধার সাঘাটায় বিএনপির তিন নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি নেতা সাজু আকন্দ, সফিউল ইসলাম সফি ও উজ্জল শেখ ১৯৯৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত সরকারের আমলে তারা চারবার কারাবরণ করেছেন।
সম্প্রতি অন্যায়ের প্র্রতিবাদ করায় এবং পাওনা টাকা চাওয়ায় তাদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বহিষ্কার করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি মোহাম্মদ আলী।
বহিষ্কৃত তিন নেতা বলেন, আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।