গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে পৌর এলাকার সব ময়লা-আবর্জনা। পৌর শহরের উদয়সাগর এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা এ ময়লার ভাগাড়ের চারপাশে আবাসিক এলাকা। ২০০ গজ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আশপাশে রয়েছে স্কুল, মাদ্রাসা। সেখান থেকে ছড়ানো উৎকট দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগজীবাণু। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ, ওই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের। সংশ্লিষ্টরা জানায়, ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় পলাশবাড়ী পৌরসভা। এ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। তৃতীয় শ্রেণির এ পৌরসভায় নির্দিষ্ট কোনো ময়লার ভাগাড় নেই। তবে পৌর শহরের ২৪টি এলাকার ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে এখানেই। সরেজমিন দেখা গেছে, পৌর শহরের উদয়সাগর এলাকায় এ ভাগাড়ের চারপাশে রয়েছে আবাসিক এলাকা। এর মাত্র ২০০ গজ দূরে একই পথে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রয়েছে স্কুল, মাদ্রাসা। স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে আবাসিক এলাকায় দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এ ছাড়া এখানে সব সময় ময়লায় আগুন জ্বলতে থাকে। দুর্গন্ধ ও ধোঁয়ায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ওই এলাকার ফিরোজ কবীর, রায়হানুর রহমান ও হালিম মিয়াসহ একাধিক বাসিন্দা বলেন, দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এর ফলে ছড়াচ্ছে রোগজীবাণু; বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন আশপাশের বাসিন্দারা। তারা বলেন, একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ওই সড়কের পাশে ৩ মাইল এলাকার বাসিন্দা ড্রাইভার সেলিম মিয়া বলেন, পলাশবাড়ীর এ জায়গায় এলেই মনে হয় গাড়ির ভিতরে দুর্গন্ধ ঢুকে যায়। পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদার বলেন, পৌরসভায় ময়লা-আবর্জনা রাখার জন্য নিজস্ব কোনো জমি নেই। পৌরসভার পক্ষ থেকে জমি খোঁজা হচ্ছে। আমরা বেশ কয়েকটি জায়গা দেখেছি। কিন্তু অধিক দাম হওয়ায় তা পৌরসভার পক্ষে ক্রয় করা সম্ভব হয়নি। তাছাড়াও সেসব জায়গায় ট্রাক যাওয়া-আসা করার জন্য রাস্তা না থাকায় কিছুটা দেরি হচ্ছে। পৌর প্রশাসক বলেন, জমি নির্বাচন করা হলেই ওই জায়গায় আর ময়লা আবর্জনা ফেলা হবে না।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
সড়কের পাশে ভাগাড়
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর