পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবির আটখালী গ্রামের লতিফ হাওলাদারের ছেলে। ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সদস্যদের অগোচরে খেলার ছলে পাশের একটি পুকুরে পানিতে পড়ে যায় আবির। মেডিকেল অফিসার ডা. তুষার জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।’