পটুয়াখালীর কলাপাড়ায় বকেয়া বিল পরিশোধ না করায় ২২৯টি সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ফুলতলী বাজার এবং কলেজ বাজারে পল্লী বিদ্যুতের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ। পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলায় ৭৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার গ্রাহকের ২ কোটি টাকার মতো বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া বিল পরিশোধের জন্য একাধিকবার মাইকিং করা হলেও গ্রাহকরা তা পরিশোধ করেনি। এজন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিজিএম জয় প্রকাশ নন্দী বলেন, চলমান বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযানে ২২৯টি লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ফুলতলী বাজারে একজন এবং কলেজ বাজারে দুজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।