ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে আশুলিয়ার ঘোষবাগের ছিদ্দিক হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল হক বলেন, আগুনে বাড়ির দুটি কক্ষ পুড়ে গেছে। পাশের একটি কক্ষ আংশিক এবং আরেকটি কক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুন লেগেছে।