রংপুরে জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল থেকে শুরু হয়েছে। সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে রংপুর বিভাগের ৪৯ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেন।