সমালোচনা ও বিরোধিতার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পাঁচ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে এ রুটে বাস ভাড়া আগের মতো ৫০ টাকা থাকছে। গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনিবার্য কারণবশত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তাই ভাড়া আগের মতো বহাল থাকবে।
২০ আগস্ট জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি করেন। কিন্তু ভাড়া বাড়ানো নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে জনস্বার্থে পাঁচ টাকা ভাড়া বৃদ্ধি স্থগিত করা হয়।