নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির। গতকাল উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লিনা (২৫)। তিনি ময়মনসিংহের কানারামপুর এলাকার রাসেলের স্ত্রী। জানা যায়, নাদিয়ার স্বামী রাসেল কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নেন ভাই রবিউলের নামে। ঋণ পরিশোধ করতে না পেরে আত্মগোপনে যান তিনি। ঋণ পরিশোধে চাপ দেয় রবিউলকে। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি চাকু দিয়ে নাদিয়াকে এলোপাতাড়ি আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘হত্যার পর রবিউল হাসান থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।’