রূপগঞ্জের মঙ্গলখালির একটি লবণ কারখানাকে বর্জ্য অব্যবস্থাপনার দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম অভিযান চালান। তিনি বলেন, কারখানাটি পানি উন্নয়ন বোর্ড ও শীতলক্ষ্যা নদীর জমি দখল করে রেখেছে। ইটিভি প্ল্যান থাকলেও তা ব্যবহার না করে সরাসরি নদীতে এবং কারখানার দূষিত বর্জ্য রাস্তাঘাটে ফেলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালানো হয়।