নীলফামারীর সৈয়দপুর শহরে শিক্ষিকার বাসা থেকে গতকাল দুপুরে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন উপজেলার কামারপুকুর থেকে অপর এক বিধবার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শহরের তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রোহিলা পারভীনের বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসায় কাজ করতেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
শিক্ষিকা রোহিলা পারভীন বলেন, প্রতিদিনের মতো সকালে আমি স্কুলে যাই। তিনি একাই বাসায় ছিলেন। দুপুরে টিফিনের সময় বাসায় এসে দরজায় নক করি। সাড়া না পেয়ে জানালায় নক করি। তাতেও সাড়াশব্দ না পেয়ে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। পরে দরজা খুলে ঘরে ঢুকে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আপা। মাথায় বড় ধরনের জখম। বাসার সব আসবাবপত্র তছনছ করা। অপরদিকে, একই দিন সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া থেকে বিধবার লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি ফইম উদ্দিন বলেন, দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনা দুটির তদন্ত করছে।