যশোরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন হয়েছে। লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের খবর-
যশোর : তুচ্ছ ঘটনায় চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই শিহাব হোসেন (২১) নিহত হয়েছেন। গতকাল উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিহাব কাতারপ্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে বড় ভাইয়ের বাইসাইকেল নিয়ে পাশের এক বাড়িতে দাওয়াত খেতে যান শিহাব। বিকালে ফিরে এলে বাইসাইকেল নেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সুমন ছুরি দিয়ে শিহাবের পিঠে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল আবেদীন বলেন, শিহাবের পিঠের বামদিকে ছুরিকাঘাতের গভীর চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হত্যায় অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
লক্ষ্মীপুর : বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। রবিবার রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুরপাড়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে গতকাল সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভূঁইয়াবাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবলু মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারীবাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে আসেন। সেই মাদক ব্যবসাকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।