ফরিদপুরের ভাঙ্গায় রেদোয়ান শেখ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জহিরুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিসহ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল সকালে র্যাব-১০-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুই বছর ধরে দুই বন্ধুর মধ্যে সমকামিতার ঘটনা ঘটছিল। ঘটনার দিন বুধবার সদরপুর থেকে রেদোয়ান মোটরসাইকেলে ভাঙ্গা উপজেলার চাড়ালদিয়া গ্রামে বন্ধু জহিরুলের বাড়িতে আসেন। সমকামিতা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জহিরুল ছুরি দিয়ে রেদোয়ানের গলায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে রেদোয়ান ঘটনাস্থলেই মারা যান।