মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। এই তরুণ ব্যাটার বয়সভিত্তিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার আইপিএলেও করে যাচ্ছেন রেকর্ডের জন্ম। তার ব্যাটিং দৃঢ়তা ও আগ্রাসী মনোভাব এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলা সূর্যবংশী তৃতীয় ম্যাচেই হাঁকিয়েছেন রেকর্ড সেঞ্চুরি। ৩৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে তিনি হয়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এই ইনিংসে তিনি শুধু কিংবদন্তি ক্রিস গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের কাছাকাছি পৌঁছাননি, বরং নিজের যোগ্যতাকেও দৃঢ়ভাবে প্রমাণ করেছেন।
টুর্নামেন্টে ৭ ম্যাচে তার সংগ্রহ ২৫২ রান, স্ট্রাইক রেট ২০৬.৫৫। সবকিছু মিলিয়ে এই তরুণ প্রতিভা এখন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। এশিয়া কাপের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ বয়স ও অভিজ্ঞতার ঘাটতির কথা বললেও, ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত ভিন্ন মত পোষণ করছেন।
এক ইউটিউব শো'তে শ্রীকান্ত বলেন,'তাকে আর অপেক্ষায় রাখবেন না। অনেকেই বলছে, ওর আরও পরিপক্ব হওয়া দরকার। কিন্তু আমি বলব, সে ইতিমধ্যেই পরিপক্বতা দেখিয়েছে। তার শট সিলেকশন অন্য লেভেলের। আমি নির্বাচক হলে অবশ্যই তাকে ১৬ সদস্যের স্কোয়াডে রাখতাম।'
শ্রীকান্ত আরও জানান, তিনি সূর্যবংশীকে কেবল এশিয়া কাপেই নয়, ভবিষ্যৎ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলে দেখতে চান। অভিষেক শর্মা ও শাই সুদর্শনের সঙ্গে সূর্যবংশীকে ওপেনিং বিকল্প হিসেবে ভাবছেন তিনি। এমনকি শুবমান গিলকেও বিবেচনায় রেখেছেন বিকল্প হিসেবে। তবে সঞ্জু স্যামসনের দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা