সংযুক্ত আরব আমিরাতে বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়ার সঞ্চালনায় যুগ্ম সম্পাদক শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএইর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাহউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দিন খান, বেলাল হোসেন, মুসা আল মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সিআইপি আক্তার হোসেন, সিআইপি মো. নজরুল ইসলাম, সৈয়দ জহিরুল ইসলাম, রবি উল্লাহ, আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, নাজমুল হোসেন সাঈদ, কবির হোসেন, আজিম উদ্দিন, মোশাররফ হোসেন খান, শওকত হায়াত, মো. ফরিদ, জানে আলম, মোহাম্মদ ইদ্দিস, আবু রাসেল, মানিকুল ইসলাম, মো. একলাস, তাজুল ইসলাম, জিয়াউদ্দিন বাবলু, মো. এনাম, মো. জামাল হোসেন, আব্দুস সাত্তার, মো. মাহমুদ,
যুব নেতা প্রকৌশলী তানভীরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল