টেকনাফ ও উখিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন। এবার আসনটিতে প্রার্থিতার জন্য বিএনপি থেকে শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ ও অ্যাডভোকেট সালাহউদ্দিন সিকদার তৎপর রয়েছেন। জামায়াতের প্রার্থী মাওলানা নূর আহমদ আনোয়ারী। ইসলামী আন্দোলনের মাওলানা নুরুল বশর আজিজি এবং এবি পাটি থেকে মনোনয়ন পাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন সাংবাদিক শামশুল হক শারেক। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ সরগরম করে রেখেছেন মনোনয়নপ্রত্যাশী এবং এরই মধ্যে ঘোষিত প্রার্থীরা। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের অনুসারী নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী তিন নেতার একজন হলেন চারবারের নির্বাচিত এমপি, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি উর্খিয়া উপজেলার বাসিন্দা। ছিলেন সংসদের হুইপ। সজ্জন হিসেবে তিনি রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত। জেলা বিএনপির অর্থ সম্পাদক টেকনাফের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহও দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে টেকনাফে শাহজাহান চৌধুরী ও আবদুল্লাহর সমর্থকরা সমাবেশও করেছেন আলাদাভাবে। এ ছাড়া সাবেক ছাত্রদল নেতা সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সালাহউদ্দিন সিকদার নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির মাওলানা নূর আহমদ আনোয়ারী ২০০২ সালে জোট সরকার আমলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি পাঁচবারের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোচনায় এসেছিলেন। এর পর থেকে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছেন। ধারণা পাওয়া যাচ্ছে, শাহজাহান চৌধুরী বিএনপির মনোনয়ন পেলে এ আসনে ভোটযুদ্ধ হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।
মাওলানা নুরুল বশর আজিজি এ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী। এবি পার্টির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৎপর সাংবাদিক শামশুল হক শারেক। এ ছাড়া এনসিপির তৎপরতা থাকলেও এখনো প্রার্থী ঘোষণা করেনি।