হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও হাওড়ে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। রবিবার বিকালে আয়োজিত নৌকাবাইচ দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে।
সরেজমিনে দেখা যায়, প্রতিযোগীদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। হারানো ঐতিহ্যকে ফিরে পেতে এমন আয়োজনে দর্শনার্থীরা মুগ্ধ। প্রতিযোগিতায় জেলার আটটি নৌকা অংশ নিলেও ফাইনালে যায় লামা পইল ও দৌলতপুর গ্রামের নৌকা। বৈঠার টান আর চলার গতি বাড়িয়ে জয়লাভ করে দৌলতপুরের নৌকা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এলইডি টেলিভিশন দেওয়া হয়।
আয়োজক কমিটির সভাপতি শাহ মো. রায়হান জানান, গ্রামবাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতেই গ্রামবাসীর সহযোগিতায় নৌকাবাইচ প্রতিযোগিতার এমন আয়োজন। এতে তরুণ প্রজন্ম হারানো সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এর আগে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া প্রমুখ।