সাদাপাথর লুটকাণ্ডে সমালোচনার মুখে বদলি হলেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। সোমবার (১৮ আগস্ট) তাদের বদলির আদেশ হয়।
সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাবের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম।
সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনায় সম্প্রতি সারাদেশে আলোচনার ঝড় ওঠে। রাতদিন সমানতালে পাথর লুট হলেও জেলা প্রশাসন ও স্থানীয় উপজেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। পাথর লুট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও লুটপাট বন্ধে প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।
অভিযোগ ওঠে, উল্টো প্রশাসনই লুটপাটে সহযোগিতা করেছে। প্রশাসনের রহস্যজনক নীরবতা লুটপাটকারীদের আরও বেপরোয়া করে তুলে। সাদাপাথর লুটের ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগ তুলে নানা শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে আসছিল।
এর মধ্যে গত রবিবার ঢাকায় একটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদাপাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেন। এর পরদিনই জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করা হলো।
বিডি প্রতিদিন/জামশেদ