সুনামগঞ্জ-৪ (সদর) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবেন সাতজন। তাঁরা হলেন সদর উপজেলা পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক এমপি ফজলুল হক আছপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক, জেলা বিএনপির সদস্যসচিব পদমর্যাদাসম্পন্ন সদস্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হক, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা আবদুল লতিফ জেপি এবং যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রব্বানী সোহেল। জামায়াতে ইসলামীর প্রার্থী সিনিয়র আইনজীবী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসউদ্দিন। জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এ আসনে একক বা জোটবদ্ধভাবে প্রার্থী দিতে পারে।
জানা গেছে, সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর ওপর ভিত্তি করে নিজেদের অবস্থান জানান দিতে কাজ করে যাচ্ছেন জামায়াতের প্রার্থীসহ নেতা-কর্মীরা। এ আসনটি সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এ আসনে ভোটের হিসাবের আমূল পরিবর্তন হয়েছে। সদ্যক্ষমতা হারানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা রয়েছেন আত্মগোপানে। প্রধান জোটসঙ্গীবিহীন জাতীয় পার্টিও সীমিত শক্তি নিয়ে কোন্দলে লিপ্ত। অনেক নেতা-কর্মী নিষ্ক্রিয়। এমন পরিস্থিতিতে বিএনপির সাত মনোনয়নপ্রত্যাশী নানাভাবে প্রচারে ব্যস্ত রয়েছেন। দলীয় কর্মসূচির নামে বড় বড় শোডাউন করে তাঁরা নজর কাড়তে চাইছেন হাইকমান্ডের।