জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করা হয়েছে। বদলির তালিকায় ৩৮, ৪১ ও ৪৩তম বিসিএসের কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়া আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ায় আরও ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে দেড় মাসে ৩৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এক প্রজ্ঞাপনে বিসিএস (কর) ক্যাডারের ১৩১ জন সহকারী কর কমিশনারকে (বিভাগীয় ও ক্যাডার) বদলি বা পদায়ন করা হয়েছে। ৩৮, ৪১ ও ৪৩তম ব্যাচের সহকারী কর কমিশনারদের দেশের বিভিন্ন কর অঞ্চল ও কর আপিল অঞ্চলে নতুন করে পদায়ন করা হয়েছে। অনেককে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, নরসিংদী, ফরিদপুর, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।
এদিকে সাময়িক বরখাস্তরা হলেন, সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, মোংলার কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির, খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জাতীয় রাজস্ব বোর্ড পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, কর অঞ্চল- দিনাজপুর যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া, কর অঞ্চল- ফরিদপুর যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান, কর অঞ্চল-৭ ঢাকা অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকা অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।