চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পানিতে ডুবে মো. আবদুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের নজু মেম্বার পাড়ার সাইফুদ্দিনের পুত্র।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন নিহতের স্বজনদের বরাতে জানান, আবদুল্লাহ’র বাবা ওই গ্রামের একটি মসজিদে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি ওই এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। সোমবার সকালে আবদুল্লাহ তার অন্য ভাই ও বোনের সাথে বিছানায় ঘুমিয়ে ছিল। কিন্তু ঘুম থেকে উঠার পর সবার অগোচরে বাইরে গিয়ে পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর তার মা রুমে এসে আবদুল্লাহকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ছেলের ভাসমান লাশ দেখে চিৎকার করেতে থাকেন। পরে স্থানীয়রা এসে আবদুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই